Wednesday, November 27, 2019

দখিনা হাওয়া ঐ তোমার চুলে - আমি ভুলে যাই তুমি আমার নও | Ami Vule Jai Tumi Amar Nou





দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায় তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও.......


একা কি নিরবে এগিয়ে পিছিয়ে
চেয়েছি কথা বলতে
খুঁজেত পায়নি না বলা কথাটি
হারানো দিনের গল্পে
আমি ভুলে যাই আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও......




শহর তলিতে এমনি রাতে
বেজেছে সানাই কত
সে সুরে আজকে সৃতির আঙ্গিনায়
বাজবে অচেনা সুরে
আমি ভুলে যাই আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও......

No comments:

Post a Comment