Wednesday, November 27, 2019

দখিনা হাওয়া ঐ তোমার চুলে - আমি ভুলে যাই তুমি আমার নও | Ami Vule Jai Tumi Amar Nou





দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায় তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও.......


একা কি নিরবে এগিয়ে পিছিয়ে
চেয়েছি কথা বলতে
খুঁজেত পায়নি না বলা কথাটি
হারানো দিনের গল্পে
আমি ভুলে যাই আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও......




শহর তলিতে এমনি রাতে
বেজেছে সানাই কত
সে সুরে আজকে সৃতির আঙ্গিনায়
বাজবে অচেনা সুরে
আমি ভুলে যাই আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও......

Monday, November 25, 2019

এই রুপালি চাঁদে তোমারই হাত দুটি মেহেদির লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই





এই রুপালি চাঁদে
তোমারই হাত দুটি
মেহেদির লাল রঙে আমি
সাজিয়ে দিতে চাই
আহা কী শোনালে মন রাঙালে
এভাবে সারাজীবন যেন
তোমাকে কাছে পাই

এই রুপালি চাঁদে
তোমারই হাত দুটি

শুধু একটি গোলাপ চেয়ে
পাঠালে চিঠি শুনে
মনেরই আকাশে ভাসে
তারা মিটিমিটি

শুধু একটি গোলাপ চেয়ে
পাঠালে চিঠি শুনে
মনেরই আকাশে ভাসে
তারা মিটিমিটি
তুমি কাছে এসে এ হৃদয়
রাঙালে যদি
তাতে আমারই নাম লিখে যাও
সাজিয়ে দিতে চাই

আহা কী শোনালে মন রাঙালে
মেহেদির লালরঙে আমি
সাজিয়ে দিতে চাই

আমি তোমাকে পেয়ে
সুখেই আছি যেন
ফুলেরই বুকে অলি
কত কাছাকাছি

আমি তোমাকে পেয়ে
সুখেই আছি যেন
ফুলেরই বুকে অলি
কত কাছাকাছি
এই মেহেদিরাতে
সাথে আছ তুমি
যেন তুমি বিনে কিছু নাই
শুধু তোমাকে কাছে পাই

এই রুপালি চাঁদে
তোমারই হাত দুটি
মেহেদির লালরঙে আমি
সাজিয়ে দিতে চাই
আহা কী শোনালে মন রাঙালে
এভাবে সারাজীবন যেন
তোমাকে কাছে পাই