Monday, December 30, 2019

প্রেমে পড়া বারণ কারণে অকারণ



প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ
তোমায় যত গল্প বলার ছিল
তোমায় যত গল্প বলার ছিল
সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়ে ছিল
দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ
প্রেমে পড়া বারণ
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতিচারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ
প্রেমে পড়া বারণ
প্রেমে পড়া বারণ

Tuesday, December 3, 2019

তোমার জন্মদিনে গোপন খামের ভিড়ে | কন্ঠ । অনুপম রয়




তোমার জন্মদিনে
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান
তোমার ফুলের টবে
নানান রঙের রোদে
আমিও করবো স্নান

সুরেলা পিয়ানো থেকে উঠে
ছুটে আসা রোদেলা দুপুরে
মাথাচাড়া দিয়ে ওঠে আবেগ
সমুদ্র তীরে ফেলে ছুঁড়ে
কোনো আশা নেই জেনেও
আমিও ক্রমশ সরু হতে
থাকি ছায়াদের মতো

তোমার জন্মদিনে
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান

হওয়াতে ভেসে বেড়ানো মানুষ
তোমাকে ফুলের তোড়া দিয়ে
এরা কেউ খোঁজ রাখবেনা
ঘুড়ি আমি কত চিঠি নিয়ে
কোনো আশা নেই জেনেও
আমিও ক্রমশ ফিকে হয়ে আসি
শীতের বিকেলে

তোমার জন্মদিনে
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান
তোমার ফুলের টবে
নানান রঙের রোদে
আমিও করবো স্নান

Wednesday, November 27, 2019

দখিনা হাওয়া ঐ তোমার চুলে - আমি ভুলে যাই তুমি আমার নও | Ami Vule Jai Tumi Amar Nou





দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায় তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও.......


একা কি নিরবে এগিয়ে পিছিয়ে
চেয়েছি কথা বলতে
খুঁজেত পায়নি না বলা কথাটি
হারানো দিনের গল্পে
আমি ভুলে যাই আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও......




শহর তলিতে এমনি রাতে
বেজেছে সানাই কত
সে সুরে আজকে সৃতির আঙ্গিনায়
বাজবে অচেনা সুরে
আমি ভুলে যাই আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও......

Monday, November 25, 2019

এই রুপালি চাঁদে তোমারই হাত দুটি মেহেদির লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই





এই রুপালি চাঁদে
তোমারই হাত দুটি
মেহেদির লাল রঙে আমি
সাজিয়ে দিতে চাই
আহা কী শোনালে মন রাঙালে
এভাবে সারাজীবন যেন
তোমাকে কাছে পাই

এই রুপালি চাঁদে
তোমারই হাত দুটি

শুধু একটি গোলাপ চেয়ে
পাঠালে চিঠি শুনে
মনেরই আকাশে ভাসে
তারা মিটিমিটি

শুধু একটি গোলাপ চেয়ে
পাঠালে চিঠি শুনে
মনেরই আকাশে ভাসে
তারা মিটিমিটি
তুমি কাছে এসে এ হৃদয়
রাঙালে যদি
তাতে আমারই নাম লিখে যাও
সাজিয়ে দিতে চাই

আহা কী শোনালে মন রাঙালে
মেহেদির লালরঙে আমি
সাজিয়ে দিতে চাই

আমি তোমাকে পেয়ে
সুখেই আছি যেন
ফুলেরই বুকে অলি
কত কাছাকাছি

আমি তোমাকে পেয়ে
সুখেই আছি যেন
ফুলেরই বুকে অলি
কত কাছাকাছি
এই মেহেদিরাতে
সাথে আছ তুমি
যেন তুমি বিনে কিছু নাই
শুধু তোমাকে কাছে পাই

এই রুপালি চাঁদে
তোমারই হাত দুটি
মেহেদির লালরঙে আমি
সাজিয়ে দিতে চাই
আহা কী শোনালে মন রাঙালে
এভাবে সারাজীবন যেন
তোমাকে কাছে পাই