Tuesday, May 30, 2023

আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ | Adhare Tumi Purnima Chad Lyrics

 



আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ

হৃদয়ে আমার সাধনার গোলাপ


চোখে উষ্ণতা তোমার

আবেশ জাগায়

অধরে কোমলতা যেন

মনকে রাঙায়

জীবন জাগানো আলো দিয়েছ তুমি


আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ

হৃদয়ে আমার সাধনার গোলাপ


আমি চাতক তুমি তাই

বৃষ্টি ধারা

আমি মরু পথিক তুমি

ঝর্না ধারা

আমার জীবনে তুমি প্রথম কবিতা


আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ

হৃদয়ে আমার সাধনার গোলাপ


—————

ব্যান্ড – উইনিং

এ্যলবাম – উইনিং

Wednesday, October 6, 2021

Bondhu - The Laboratorians | বন্ধু - বন্ধু মোরা থাকবো সাথে যাব না বহুদূর



For Better Quality: https://youtu.be/bhxm4D-6tdQ 

কারো চোখে যদি আবার পানি আসে, জানবেন - আপনি একাই কাঁদছেন না। ইট-সিমেন্টের কাঠখোট্টা এই বিল্ডিংটার প্রতি আমাদের ভালবাসা জীবনে কমবে না, তাই যতবার সেই চেনা গন্ধটা পাবো, যতবার সেই মাটি-ঘাসের স্পর্শ পাবো - ততবারই কাঁদব, শিশুর মত, অবুঝের মত।

Tuesday, February 18, 2020

Keu Kotha Rakheni Valobaseni - কেউ কথা রাখেনি ভালোবাসেনি



কেউ কথা রাখেনি ভালোবাসেনি
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি,
কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকেনি।
আর ডাকেনি..

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো,
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো

কেউ দূর আকাশে জোছনা মাখে
কেউ জোনাকির আলোয় গল্প লেখে
কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে
ভুল পংক্তিমালা আবারো হাসে
আবারও হাসে...

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো

চেনা পথ গুলো আজ দূরে দূরে
ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়
সেই পুরোনো ঘর, পুরোনো চাদর
সব স্মৃতি হয়ে দক্ষিনা হাওয়ায় ভাসে
দক্ষিনা হাওয়ায় ভাসে...

কেউ কথা রাখেনি ভালোবাসেনি
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি
কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকেনি
আর ডাকেনি...

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো...

Monday, December 30, 2019

প্রেমে পড়া বারণ কারণে অকারণ



প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ
তোমায় যত গল্প বলার ছিল
তোমায় যত গল্প বলার ছিল
সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়ে ছিল
দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ
প্রেমে পড়া বারণ
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতিচারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ
প্রেমে পড়া বারণ
প্রেমে পড়া বারণ

Tuesday, December 3, 2019

তোমার জন্মদিনে গোপন খামের ভিড়ে | কন্ঠ । অনুপম রয়




তোমার জন্মদিনে
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান
তোমার ফুলের টবে
নানান রঙের রোদে
আমিও করবো স্নান

সুরেলা পিয়ানো থেকে উঠে
ছুটে আসা রোদেলা দুপুরে
মাথাচাড়া দিয়ে ওঠে আবেগ
সমুদ্র তীরে ফেলে ছুঁড়ে
কোনো আশা নেই জেনেও
আমিও ক্রমশ সরু হতে
থাকি ছায়াদের মতো

তোমার জন্মদিনে
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান

হওয়াতে ভেসে বেড়ানো মানুষ
তোমাকে ফুলের তোড়া দিয়ে
এরা কেউ খোঁজ রাখবেনা
ঘুড়ি আমি কত চিঠি নিয়ে
কোনো আশা নেই জেনেও
আমিও ক্রমশ ফিকে হয়ে আসি
শীতের বিকেলে

তোমার জন্মদিনে
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান
তোমার ফুলের টবে
নানান রঙের রোদে
আমিও করবো স্নান

Wednesday, November 27, 2019

দখিনা হাওয়া ঐ তোমার চুলে - আমি ভুলে যাই তুমি আমার নও | Ami Vule Jai Tumi Amar Nou





দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায় তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও.......


একা কি নিরবে এগিয়ে পিছিয়ে
চেয়েছি কথা বলতে
খুঁজেত পায়নি না বলা কথাটি
হারানো দিনের গল্পে
আমি ভুলে যাই আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও......




শহর তলিতে এমনি রাতে
বেজেছে সানাই কত
সে সুরে আজকে সৃতির আঙ্গিনায়
বাজবে অচেনা সুরে
আমি ভুলে যাই আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও......

Monday, November 25, 2019

এই রুপালি চাঁদে তোমারই হাত দুটি মেহেদির লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই





এই রুপালি চাঁদে
তোমারই হাত দুটি
মেহেদির লাল রঙে আমি
সাজিয়ে দিতে চাই
আহা কী শোনালে মন রাঙালে
এভাবে সারাজীবন যেন
তোমাকে কাছে পাই

এই রুপালি চাঁদে
তোমারই হাত দুটি

শুধু একটি গোলাপ চেয়ে
পাঠালে চিঠি শুনে
মনেরই আকাশে ভাসে
তারা মিটিমিটি

শুধু একটি গোলাপ চেয়ে
পাঠালে চিঠি শুনে
মনেরই আকাশে ভাসে
তারা মিটিমিটি
তুমি কাছে এসে এ হৃদয়
রাঙালে যদি
তাতে আমারই নাম লিখে যাও
সাজিয়ে দিতে চাই

আহা কী শোনালে মন রাঙালে
মেহেদির লালরঙে আমি
সাজিয়ে দিতে চাই

আমি তোমাকে পেয়ে
সুখেই আছি যেন
ফুলেরই বুকে অলি
কত কাছাকাছি

আমি তোমাকে পেয়ে
সুখেই আছি যেন
ফুলেরই বুকে অলি
কত কাছাকাছি
এই মেহেদিরাতে
সাথে আছ তুমি
যেন তুমি বিনে কিছু নাই
শুধু তোমাকে কাছে পাই

এই রুপালি চাঁদে
তোমারই হাত দুটি
মেহেদির লালরঙে আমি
সাজিয়ে দিতে চাই
আহা কী শোনালে মন রাঙালে
এভাবে সারাজীবন যেন
তোমাকে কাছে পাই


Thursday, December 8, 2016

মনে পড়ে সুধাংশু সেই উনিশ পাঁচ দুই






মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই
শ্লোগানে, মিছিলে এক সাথে ছিলাম,
সেই আমি আর তুই রে
সেই আমি আর তুই…
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই…


আমি ভুলি নাই… 
ভুলি নাই… 
ভুলি নাই তোরে…
আমি ভুলি নাই বাংলা মায়ের সাত কোটি সন্তানেরে
আমি ভুলি নাই রে……….
আমি ভুলি নাই রে…
ভুলি নাই তোরে…
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই…


ওরে একবার আসি একবার যাই
ওরে আমি একবার আসি একবার যাই….
যাইয়া দেখি বন্ধু তুই আজো ঘরে ফিরিস নাই
যাইয়া দেখি বন্ধু তুই আজো ফিরিস নাই….



মনে পড়ে বন্ধু,
মনে কি পড়ে তোর?
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ সাত এক
দুজনার ছিলো কাধে কাধ,
আর হাতে ছিলো রাইফেল…..
সেই আমি আর তুই
সেই আমি আর তুই…
সেই আমি আর সেই তুই রে….
কাঁধে কাঁধ ছিল,
হাতে ছিল রাইফেল
সেই আমি আর তুই রে…
সেই আমি আর সেই তুই রে…
আমি ভুলি নাই… 
ভুলি নাই রে…
ভুলি নাই আমি বাংলা মায়ের সাত কোটি সন্তানেরে….
আমি ভুলি নাই রে….
আমি ভুলি নাই… 
ভুলি নাই… 
ভুলি নাই…
আমি ভুলি নাই তোরে….

এমনও নিশিরাতে ও তুমি এসেছো বসেছো মোর পাশে





এমনও নিশিরাতে…
ও তুমি এসেছো বসেছো মোর পাশে,
মন আমার আনচান আনচান করে
ও বন্ধু ঠিক আছে… 
ঠিক আছে… 
ঠিক আছে…।
এমনও নিশিরাতে…



দেখা হলো আবার বন্ধু এত দিনের পরে,
ঘন সবুজ রাতের অরন্যে,
আমার শূন্য ঘরে
জ্বালো আলো আরো জ্বালো,
আলোয় আলোয় ভরে তোলো
ও এমনও নিশিরাতে…।



একলা ঘরে এলে তুমি আদিম গ্রন্থ হাতে
শোনাও বন্ধু কাব্য তোমার এই রাতে
যুগ-যুনান্ত ধরে…
ও বন্ধু ঠিক আছে… 
ঠিক আছে… 
ঠিক আছে…
ও এমনও নিশিরাতে…




ও এমনও নিশিরাতে…
ও তুমি এসেছো বসেছো মোর পাশে,
মন আমার আনচান আনচান করে
ও বন্ধু ঠিক আছে… 
ঠিক আছে… 
ঠিক আছে…।

এমনও নিশিরাতে…
এমনও নিশিরাতে…।


তুমি জানলে না আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা | Tumi Janle Na Lyrics





তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা ।।


পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে
সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে
আমাকে দেখেছো তুমি
দেখনি এই হৃদয়
অনিশ্চয়তার আগুনে পুরে হয়ে গেছে তা ক্ষয়
এতদিন পাশে থেকেও আহা আহাহা
বুঝনি পাথরের নীরবতা
তুমি জানলে না।



তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা
তুমি জানলে না।।