Tuesday, May 30, 2023

আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ | Adhare Tumi Purnima Chad Lyrics

 



আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ

হৃদয়ে আমার সাধনার গোলাপ


চোখে উষ্ণতা তোমার

আবেশ জাগায়

অধরে কোমলতা যেন

মনকে রাঙায়

জীবন জাগানো আলো দিয়েছ তুমি


আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ

হৃদয়ে আমার সাধনার গোলাপ


আমি চাতক তুমি তাই

বৃষ্টি ধারা

আমি মরু পথিক তুমি

ঝর্না ধারা

আমার জীবনে তুমি প্রথম কবিতা


আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ

হৃদয়ে আমার সাধনার গোলাপ


—————

ব্যান্ড – উইনিং

এ্যলবাম – উইনিং