মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই
শ্লোগানে, মিছিলে এক সাথে ছিলাম,
সেই আমি আর তুই রে
সেই আমি আর তুই…
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই…
আমি ভুলি নাই…
ভুলি নাই…
ভুলি নাই তোরে…
আমি ভুলি নাই বাংলা মায়ের সাত কোটি সন্তানেরে
আমি ভুলি নাই রে……….
আমি ভুলি নাই রে…
ভুলি নাই তোরে…
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই…
ওরে একবার আসি একবার যাই
ওরে আমি একবার আসি একবার যাই….
যাইয়া দেখি বন্ধু তুই আজো ঘরে ফিরিস নাই
যাইয়া দেখি বন্ধু তুই আজো ফিরিস নাই….
মনে পড়ে বন্ধু,
মনে কি পড়ে তোর?
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ সাত এক
দুজনার ছিলো কাধে কাধ,
আর হাতে ছিলো রাইফেল…..
সেই আমি আর তুই
সেই আমি আর তুই…
সেই আমি আর সেই তুই রে….
কাঁধে কাঁধ ছিল,
হাতে ছিল রাইফেল
সেই আমি আর তুই রে…
সেই আমি আর সেই তুই রে…
আমি ভুলি নাই…
ভুলি নাই রে…
ভুলি নাই আমি বাংলা মায়ের সাত কোটি সন্তানেরে….
আমি ভুলি নাই রে….
আমি ভুলি নাই…
ভুলি নাই…
ভুলি নাই…
আমি ভুলি নাই তোরে….