Thursday, December 8, 2016

মনে পড়ে সুধাংশু সেই উনিশ পাঁচ দুই






মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই
শ্লোগানে, মিছিলে এক সাথে ছিলাম,
সেই আমি আর তুই রে
সেই আমি আর তুই…
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই…


আমি ভুলি নাই… 
ভুলি নাই… 
ভুলি নাই তোরে…
আমি ভুলি নাই বাংলা মায়ের সাত কোটি সন্তানেরে
আমি ভুলি নাই রে……….
আমি ভুলি নাই রে…
ভুলি নাই তোরে…
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই…


ওরে একবার আসি একবার যাই
ওরে আমি একবার আসি একবার যাই….
যাইয়া দেখি বন্ধু তুই আজো ঘরে ফিরিস নাই
যাইয়া দেখি বন্ধু তুই আজো ফিরিস নাই….



মনে পড়ে বন্ধু,
মনে কি পড়ে তোর?
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ সাত এক
দুজনার ছিলো কাধে কাধ,
আর হাতে ছিলো রাইফেল…..
সেই আমি আর তুই
সেই আমি আর তুই…
সেই আমি আর সেই তুই রে….
কাঁধে কাঁধ ছিল,
হাতে ছিল রাইফেল
সেই আমি আর তুই রে…
সেই আমি আর সেই তুই রে…
আমি ভুলি নাই… 
ভুলি নাই রে…
ভুলি নাই আমি বাংলা মায়ের সাত কোটি সন্তানেরে….
আমি ভুলি নাই রে….
আমি ভুলি নাই… 
ভুলি নাই… 
ভুলি নাই…
আমি ভুলি নাই তোরে….

এমনও নিশিরাতে ও তুমি এসেছো বসেছো মোর পাশে





এমনও নিশিরাতে…
ও তুমি এসেছো বসেছো মোর পাশে,
মন আমার আনচান আনচান করে
ও বন্ধু ঠিক আছে… 
ঠিক আছে… 
ঠিক আছে…।
এমনও নিশিরাতে…



দেখা হলো আবার বন্ধু এত দিনের পরে,
ঘন সবুজ রাতের অরন্যে,
আমার শূন্য ঘরে
জ্বালো আলো আরো জ্বালো,
আলোয় আলোয় ভরে তোলো
ও এমনও নিশিরাতে…।



একলা ঘরে এলে তুমি আদিম গ্রন্থ হাতে
শোনাও বন্ধু কাব্য তোমার এই রাতে
যুগ-যুনান্ত ধরে…
ও বন্ধু ঠিক আছে… 
ঠিক আছে… 
ঠিক আছে…
ও এমনও নিশিরাতে…




ও এমনও নিশিরাতে…
ও তুমি এসেছো বসেছো মোর পাশে,
মন আমার আনচান আনচান করে
ও বন্ধু ঠিক আছে… 
ঠিক আছে… 
ঠিক আছে…।

এমনও নিশিরাতে…
এমনও নিশিরাতে…।


তুমি জানলে না আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা | Tumi Janle Na Lyrics





তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা ।।


পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে
সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে
আমাকে দেখেছো তুমি
দেখনি এই হৃদয়
অনিশ্চয়তার আগুনে পুরে হয়ে গেছে তা ক্ষয়
এতদিন পাশে থেকেও আহা আহাহা
বুঝনি পাথরের নীরবতা
তুমি জানলে না।



তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা
তুমি জানলে না।।

এক যে ছিল রাজা হবু চন্দ্র তাহার নাম



এক যে ছিল রাজা হবু চন্দ্র তাহার নাম
ভারতের অধিশ্বর দিল্লীতে তার ধাম


প্রধান মন্ত্রী তার গবু চন্দ্র শুভ নাম
বুদ্ধিতে ভীষণ ধার দেশ জোড়া তার নাম।।


একদিন ডেকে বললেন রাজা মন্ত্রীমশাই শুনুন
এই দেশটা ভীষণ ধুলোয় ভরা একটা কিছু করুন
চলতে ধুলো ফিরতে ধুলো হাটতে পায়ে ধুলো
খাবারও ধুলোয় ভরা আর মগজেতেও ধুলো
তাড়াতাড়ি কিছু করুন তাড়াতাড়ি কিছু করুন
মন্ত্রীমশায় বললেন একটু সবুর করুন
পরের দিন লাখ খানি ঝাড়ুদারের ঝাড়ুর ঘায়
উঠলো যে ধুলোর ঝড় প্রান রাখা যে দায়
রাজামশায় তখন ক্যাবিনেট মিটিং ডেকে
বললেন এই আপনারা বার করুণ উপায়


মন্ত্রনা মন্ত্রীরা দিলেন জল ঢাল জল ঢাল
তার ফলে কাঁটা আর প্যাকে দেশটা ভরে গেল
নদী নালা সব শুকালো পুকুরে মাছ মলো
আর জল হাওয়ায় কাদায় রাজার ভীষণ সর্দি হল
ওরে বাবা কোথায় যায় রে ওরে বাবা মারা যায় রে
এক ফোটা ঘটে বুদ্ধি মন্ত্রীদের কী নাইরে


পন্ডিতপ্রবর তখন বললেন শোন দিয়া মন
সারাটা দেশ চরণ চাপড়ায় মুড়ে দাও
বললেন রাজামশায় আইডিয়াটা মন্দ নয়
যত মুচি চামার সব্বাইকে খবর দাও


পার্লামেন্টে যেই না এই প্রস্তাবটা রাখা হল
এমপিরা সব প্রতিবাদে হৈ হৈ করে বললো
গো মাতাকে রক্ষা করা দ্বায়িত্ব যে রাজার
কি না তারই চামড়ায় ঢাকবে জমি হয় কিযে অনাচার
হরে হরে ভোম ভোম ভোম ভোম
হরে হরে ভোম ভোম ভোম ভোম
রাজামশায় বললেন আমি ব্যতিক্রম করলুম


এক মুচি দরিদ্র বললো শোনেন হে ভদ্র
সবিনয় নিবেদন শুনুন আমায়
পৃথিবী না ঢেকে পা-টা চামড়ায় দিন ঢেকে
শুনে রাজা বললেন চুপ কর বেটা চামাড়



বললেন রাজা এই কথাটা অনেক বছর ধরে
আমার মাথায় ছিল বেটা টের পেল কী করে
সেই থেকে দেশেতে জুতোর প্রচলন হল
ধন্য ধন্য মহারাজার দেশে পড়ে গেল
ধন্য হে ধন্য রাজা ধন্য হে মহারাজা
সবাই ধন্য ধন্য বলো আর আমার কথা ফুরালো

বুলবুল পাখি ময়না টিয়ে আয় না যা না গান শুনিয়ে


বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে।
দূর দূর বনের গান।
নীল নীল নদীর গান।
দুধভাত দেব সন্দেশ মাখিয়ে।।


ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায়
কুলকুল কুলকুল রোজ বয়ে যায়
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী গল্প শোনায়
রাজার কুমার পক্ষীরাজ চড়ে যায়।


ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা-
এলি কি বল না সেই দেশ বেরিয়ে?।।



কোন গাছে কোথায় বাসা তোদের?
ছোট্ট কি বাচ্চা আছে তোদের?
দিবি কি আমায় দুটো তাদের?
আদর করে আমি পুষব তাদের
সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে
রাতে কৃষ্ণনাম দেব শুনিয়ে।।

তুমি আমার প্রথম সকাল | Tumi Amar Prothom Sokal Lyrics





 তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।।



তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা


তুমি আমার একটু চাওয়ার
অনেক খানি পাওয়া
তুমি আমার খর রোদে
মিস্টি হিমেল হাওয়া
তুমি আমার সূর্যাস্তে
ঝিকিমিকি বালুকা বেলা



তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা


তুমি আমার মরু প্রান্তে
ঘন সবুজ বন
তুমি আমার তপ্ত বুকের
ঝড় ঝড় আষাঢ় শ্রাবণ
তুমি আমার হৃদয়ে
হাজার তারার মেলা




তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।।